মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

হে আমার দুরন্ত

 

হে আমার দুরন্ত,

প্রখর রোদ্দুর ছেয়ে জলদ ভেসে যে এলে

জুড়াতে অন্তর যদিও এখনো বাকী

তবুও তুমি অভিমানে গেলে। 


বলাকা পাখায় আঁকা চিরকুটের বাণী, 

সে ভাষা বুঝি না যে, সে ভাষা না যে জানি;

প্রমোদ স্বপ্ন ঘোরে, বৃষ্টিস্নাত ভোরে

আভাস জাগে অঝর জল ঢেলে। 

জুড়াতে অন্তর যদিও এখনো বাকী

তবুও তুমি অভিমানে গেলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...