রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বরষণ-গুঞ্জ

 

বরষণ-গুঞ্জে বিরহ-নিকুঞ্জে 

রজনীগন্ধাসম গন্ধ। 

মায়ামেঘপুঞ্জে ঢালে বারি মুঞ্জে

শিঞ্জন-ভঞ্জন ছন্দ। 


কঞ্জনয়নী-নারী কুঞ্জর-গতি, প্রিয়ে- 

অতি-মারণ-পঞ্চশর-বাহিনী! 

কঙ্কণ ক্ষণ ক্ষণ- রণন মুগ্ধ হিয়ে, 

পলকে প্রণয়ীমন-হারিণী।  


কণকাভা অঙ্গে সখীজন সঙ্গে

চলো যেন বহে বায়ু মন্দ। 

বহু রূপ রঙ্গে, ললিত তরঙ্গে 

কেশদামে ধরা করি অন্ধ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...