হতাশ হতে বেশীক্ষণ লাগে না।
একটা কল্প-ক্লান্ত-ঘনীভূত দীর্ঘশ্বাসের
বুক ফুঁড়ে বেরিয়ে আসতে যতক্ষণ লাগে
ঠিক অতটুকুনই তো।
তবুও এ নিয়ে আদিখ্যেতার অন্ত নেই,
থেমে নেই গান গাওয়া, কবিতা নামানো
মেঘের ঝালর ঝেড়ে, সুরের পালক নেড়ে
জমানো ধুলোর মত উড়িয়ে নিতে
জীবনের কত স্থবির প্রহর।
দিস্তা দিস্তা দ্বান্দ্বিক কথার তোড়া
এ পাশে ও পাশে সেঁটে দিলেই হল,
মন হল মুক্তিদ্বার খোলা, অতঃপর-
আবারও তৎপর সেই পুরনো কেচ্ছায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন