শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

এসো মা এসো মা ও হৃদয় রমা (স্বামী বিবেকানন্দ গীত)


স্বামীজীর গাওয়া গান

শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে-

‘’ষষ্ঠ পরিচ্ছেদ
১৮৮৫, ১৪ই জুলাই

নরেন্দ্রের গান — ঠাকুরের ভাবাবেশে নৃত্য
রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাঁহার পদসেবা করিতেছেন।

নরেন্দ্র (স্বামী বিবেকানন্দ) ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাহিতেছেন:

(১) এসো মা এসো মা, ও হৃদয়-রমা, পরাণ-পুতলী গো,
হৃদয়-আসনে, হও মা আসীন, নিরখি তোমারে গো।‘’

কথামৃতের আরও বেশ কয়েক স্থানে গানটির উল্লেখ আছে।
_________________
এসো মা এসো মা ও হৃদয় রমা পরাণ-পুতলি গো,
মম হৃদয় আসনে হও মা আসীন নিরখি তোমারে গো।

আছি জন্মাবধি তব মুখে চেয়ে, ধরি এ জীবন যে যাতনা সয়ে
তা তো তুমি জানো মা, অবোধ সন্তানের দুঃখ,
একবার হৃদয় কমল বিকাশ করিয়ে, প্রকাশ তাহাতে গো।।

- পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...