বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

কোথায় আর যাব?


কোথায় আর যাব!
অত পড়ুয়া নই যে বিদ্বান-বিদুষীদের
জ্ঞান-প্রপঞ্চ, গোল টেবিলের একটা ধারে-
একটা চেয়ারে আমার সূচাগ্রতুল্য জায়গা হবে-
আমার ওতে রুচিও মরে গেছে কবে,
মরে তার শ্রাদ্ধবিধিও হয়ে গেছে,
তাও অশাস্ত্রীয় ভাবে- তাই আজও অশৌচ যাচ্ছে না!

অশোচ্যানন্বশোচস্তং!
বাকী তো চিরকাল – প্রজ্ঞাবাদাংশ্চভাষসে!
বুঝেছি কিছুটা বটে, আর কিছুটা ভড়ং,
তাই আমি সব মাটির ঢেলা জোগাড় করে আছি,
জানিও না এরাও কবে মাটিতে যাবে মিশে!

অশোচ্যানন্বশোচস্তং-
বলে কি না- প্রজ্ঞাবাদাংশ্চভাষসে!

যার হাতে পঙ্গুত্ব এসে গেছে-
তার হাতে হাত গোনাই!
যে ‘ক’ বললে কদলী চেনে
তারে গিয়ে কবিতা শোনাই!

আমার কাজ-ই কিবা আছে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...