বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ঘর ছাওয়া

তবে কি সত্যিই এ চলে যাওয়া!
দলা দলা মেঘের দলে ভাসে-
আমার যাবার পথে উত্তুরের হাওয়া।

আবার হয়ত এসেই যাব কোনদিন বিপ্রতিপন্ন হয়ে
কত কি প্রশ্নের কাছে,
আবার তোমার দু’টো চোখের গভীরে ডুবে
নিশ্চুপে উত্তর চাওয়া-
সেসবের,
আবার হয়ত হবে!

এখন নিরুদ্বিগ্ন রাত কাটে, জেনে গেছি আর ক’দিন,
এ খেলা সাঙ্গ হলে এবারের মত,
পরেরবারে তোমার হাতেই দেব, প্রথম বসন্ত বীন,
তুমি পুরিয়া-ধানেশ্রী ধোরো!

তবে কি সত্যিই হl চলে যাওয়া!
আমার খড়ের চালে বরষার লুটোপুটি,
ঘর যে হোলো না ছাওয়া-
আজও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...