বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

নীল-নবঘনে


নীল নবঘনে- এ লক-ডাউনে, পুলিশে ঠ্যাঙায় নাকি রে!
ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে!

কোরোনার ডরে সবে মরো মরো, ছোঁয়াছুঁয়ি নেই সবে সরো সরো
সকলে কেমন ভ্যাবলা হয়েছে- দেখ হাঁদা তুই চাহি রে!

‘এই ওঠো’ বলে গিন্নি কাহারো ঠেলে না তাহারে বাজারে,
সকল বাজার বন্ধ হয়েছে আজি’রে!
এ মাসে বলেছে মে মাস অবধি, বাকীটুকু্ হায় জানে শুধু বিধি,
যা রে গিয়ে বল- দিদি অথবা সে মোদীরে!

কবে গো আমরা আসিব ঘরের বাহিরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...