আপনারে রাখি পিছে, তুচ্ছেরে দাও বাড়ায়ে,
এও যে তোমার লীলা- ভবমাঝে দাঁড়ায়ে-
জানি প্রভূ এ অকিঞ্চনে, তব দয়া আছে কিছু,
তোমা রাখি শিরোপরে, আমি রহিলাম নীচু,
তোমার আশিস রাখো জীবনেতে মম,
যত অপরাধ করি- তুমি অকাতরে ক্ষম!
(আমার লেখা একটা রম্য কবিতার অংশ বিশেষ। মনে হল যেটির আলাদা সংরক্ষণ হলে ভাল হয়।)
প্রণাম জানাই প্রভুকে
উত্তরমুছুন