রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

অখণ্ডোজ্জ্বলমণ্ডলাকারম্

অখণ্ডোজ্জ্বলমণ্ডলাকারম্- কমরেডস্য মিত্র
শ্রীমৎটেনিদেবশর্ম্মণরূপধর তথাপি প্যালাকার তব চিত্র,
রচিলেন ভবে নারু গাঙ্গুলি, আমি ধরি তব ধ্যান,
লকডাউন শেষে আসিও বাড়িতে, দিও হে লেনিন-জ্ঞ্যান!
লাল-ঝান্ডাটি বাঁধি বাঁশের আগায়, শ্লোগান ধরি উচ্চে,
হাড়িতে বসাবো তোমার লাগিয়া চিকেনের সাথে উচ্ছে!
কতদিন আঁখি হেরে না তোমারে, চিন্তিয়া তব লালমুখ,
শ্রেণীসংগ্রামে পড়ে রই পিছে, তুমিহীন ভবে নাই সুখ!
আর কি লিখিব না পাই খুঁজিয়া, ব্যথা উপশমে ঘষি বাম,
কমরেড তুমি অশোকনগরে, সেই শোকে আমি ম’লাম!
[দেব প্যালানাথ- কমরেড মম- লহো হে লাল-প্রণাম!]

নিবেদনঃ উজ্জ্বল মণ্ডল সমীপে

১৮/৪/২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...