বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

অকৃতি-অধম


বেজার-স্ত্রী-প্রত্যুত্তরঃ-

আমি অকৃতি-রাঁধুনি বলেও তো তুমি কম করে কিছু খাওনি,
যা দিয়েছি রেঁধে সকলই খেয়েছ, ফেলে তো কিছুই দাওনি!

আমি রেঁধে মরে যাই জানি না কি আশে, জীবন কাটেগো চুলাটির পাশে,
তবু কত খোঁটা দাও এটা সেটা বলে, যেনো ভাল কিছু কভূ পাওনি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...