সোমবার, ২০ এপ্রিল, ২০২০

প্রাচীন তানপুরা



এমনই মেঘনিস্বনঝড়ো বোশেখী নিশি
মন্দ্রিত-মল্লার-মেদুর মনেসু-লয়ে নিক্কন
বিসমপদী তাল তুলে নেচে যায় কার অঝর ঝরে-
অধর ধারে সুরতরঙ্গিনী আলসভরে ক্ষরে — কিছুক্ষণ,
আমি তার চলন-বলন ধরেঅবশ হয়েছি

দীনা ধরিত্রীর একটি কোনে দীর্ণ হয়ে আছি,
শতাব্দীর কোনে শত-সহস্রাব্দ অতীতে রাখা সৌখিন
গৃহসজ্জাআমি একটি ধুলিধূসর তানপুরা,
একটি কালের স্বাক্ষ্যবাহীঅতলে অন্তঃলীন
পুরাতনী ব্যথার ভারে ন্যুব্জ হয়ে বাঁচি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...