নিভে যাচ্ছি গো,
দ্যাখো দপদপ করে উঠি,
কালশিটে কাল কাটে, জানালার পাশে-
গাছের শাখাটি নড়ে, পাশ কেটে যাই;
নচেৎ কত কথা যায় রটে!
কোন আকাশের সুরের জোয়ারী আসে-
আমার আকাশ ক্রমশ যাচ্ছে সরে,
জানালার পাশে- গাছের শাখাটি নড়ে...
ইত্যাদি, ইত্যাদি।
এখন আমার অফুরান হল ছুটি...
কার ঘরনীর উনুনে ডালের ঘ্রাণ,
পাঁচফোড়নের নিপুণ বাতাস ছেড়ে-
মৎসগন্ধ্যা দুপুর পুকুরধারে
একেলা পথের গুলঞ্চ হয়ে লু্টি!
এমনতর যে হল না এবারে আখ্যান,
এবারে আমার সকল কাব্যে ত্রুটি!
কার ঘরনীর উনুনে ডালের ঘ্রান...
ইত্যাদি, ইত্যাদি।
অনেক কথা-ই হল না সেভাবে বলা,
একথা-ওকথা ঘুরেফিরে কাঁচকলা-
ছাই! মনে রেখে রেখে ভুলে যাই-
অনেক ভুলেও তোমাকে গেল না ভোলা!
বোশেখীর ঝড় আসে,
মেঘের হৃদয়ে তুমি উড়ে গেলে,
কুঞ্চিতকেশে বিরহিনী কুন্তলা!
অনেক ভুলেও তোমাকে গেল না ভোলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন