বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

উদার ভারত সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান


উদার ভারত! সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান। পারসি জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান শিখ মুসলমান॥ তুমি পারাবার, তোমাতে আসিয়া মিলেছে সকল ধর্ম জাতি, আপনি সহিয়া ত্যাগের বেদনা সকল দেশেরে করেছ জ্ঞাতি; নিজেরে নিঃস্ব করিয়া, হয়েছ বিশ্ব-মানব-পীঠস্থান॥ নিজ সন্তানে রাখি নিরন্ন অন্য সবারে অন্ন দাও, তোমার স্বর্ণ রৌপ্য মানিকে বিশ্বের ভাণ্ডার ভরাও।। বক্ষে ধরিয়া কত সে যুগের কত বিজেতার গ্লানির স্মৃতি, প্রভাত আশায় সর্বসহা মা যাপিছ দুখের কৃষ্ণা তিথি, এমনই নিশীথে এসেছিলে বুকে আসিবে আবার সে ভগবান॥ - কাজী নজরুল ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...