বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

ওই চীনা-সিন্ধুর উহান হতে

ওই চীনাসিন্ধুর উহান হতে কি ভাইরাস ভেসে আসে,
কে ডাকে কাতর প্রাণে, মরণ টানে- আয় মরে যা!
ওরে আয় মরে যা- আমার পাশে!

বলে আয়রে ছুটে আয়রে ত্বরা, হেথা কেবল মৃত্যু, কেবল জরা,
হেথা বাতাসেতে কোভিড-ভরা, থাকবে এখন বারো-মাসে,
হেথা চিরপাগল ট্রাম্প-বেচারা, ভ্যাবা-চ্যাকা খেয়ে হাসে!

কেন ভূতের ওষুধ খুঁজিস মিছে, ঘরে থাকবি বসে খাটের নীচে!
দেখ- আমি ঘুরছি কেমন লোকের পিছে, যারা ঘরের বাইরে আসে!
ভূতের বেগার ফেলে ঘরের ছেলে  যা ঘরে যা আমার ত্রাসে!

এবার কারাগৃহে থাকিস বন্ধ, ওরে ওরে কানা, ওরে অন্ধ,
ভবে সেই সে লভে আনন্দ, ঘরকুনো যে ভালবাসে!
বেশী ছটফটালে এই অকালে পৌঁছে যাবি স্বর্গবাসে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...