বুধবার, ১ এপ্রিল, ২০২০

কোয়ারান্টাইন কীর্তন


চলো চলো বাপু ভাট বকি গিয়ে, কাজ কি বা আছে জগতে
শমন হয়েছে জারি, ঘরে বসে রও, নচেৎ পেয়াদায় দেবে প্যাঁদানি,
জারিজুরি যত কর, সে তো মানবে না কোন মতে।
(কাজ কি বা আছে জগতে...
প্রাণধন বল- কাজ কি বা আছে জগতে...
ওহে গুণমণি- কাজ কি বা আছে জগতে...)

খোল ফেসবুক পাতা, পড় আজগুবি কথা, গুজবে রহ হে ভোলা,
সুযোগ আসিলে করিও কমেন্ট, শেয়ার অপশন- আছে খোলা।
যবে অলস দিবস কাটে না অকাজে, তবে ফোনখানা খুলে বস হে,
কখন কিভাবে দিন পার হবে, টের পাবে না গো, পাবে না হে,
এসো এসো যত সরেস তামস, চলো ফেসবুকে যাই গুঁতোতে।।
(কাজ কি বা আছে জগতে...
ওহে বেচারাম- কাজ কি বা আছে জগতে...
বোকচন্দর বল- কাজ কি বা আছে জগতে...
ওহে আলসের ধাড়ি- কাজ কি বা আছে জগতে...)

টিপিয়া টিপিয়া অঙ্গুলি কর হে অঙ্গার,
ওহে অঙ্গুলিমালের বংশধরেরা জাগো সবে এই ক্ষণে
তোমাদের লাগি খা খা করে গোটা সংসার!
পোস্টা-পুস্টি জ্ঞান বিকিরণে আলোকে ভাসাও ধরণী,
দূরে করে দাও নয়নের ঘোর, তারে কানা করে দাও এখুনি,
তুলিয়ো না কানে গুরুগঞ্জনা, তাহারা কি পারে বুঝিতে?
(কাজ কি বা আছে জগতে...
হ্যাঁ রে ভজকেষ্টা- কাজ কি বা আছে জগতে...
ওহে ক্যাবলাকান্ত- বল কাজ কি বা আছে জগতে...)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...