দূতাবাহনঃ ওঁ অখন্ডোজ্জলমণ্ডলাকারং পরিব্যপ্তং রসাতলম— ইত্যাদি... (অখন্ড উজ্জ্বল মন্ডল আকারং)
_____________________
_____________________
যাও যাও দূত যাও তুমি ত্বরা,
বলিয়ো আমার প্রভূরে,
আমার মাচায় পটল ফলেছে শতেক,
আমি একটি তুলিব অচিরে!
~~~~
বলিয়ো আমার প্রভূরে,
আমার মাচায় পটল ফলেছে শতেক,
আমি একটি তুলিব অচিরে!
~~~~
বার্তা শুনিয়া দূতের প্রস্থান।
____________________
____________________
বৈরাগীর গান
___________________
___________________
প্রভূ কি গো আর দাসের খবর ল’বে?
কি জানি কখন যমের সদনে যাব,
বিফলে ও মন, পটল তুলিব ভবে!
কি জানি কখন যমের সদনে যাব,
বিফলে ও মন, পটল তুলিব ভবে!
(আলু নয় ওহে,
বাঁধাকপি নয়,
পটল তুলিব ভবে...)
বাঁধাকপি নয়,
পটল তুলিব ভবে...)
আমি যাব গো বাঁকুড়া, এসে পাশকুঁড়া খাইনু আলুর চপ,
ভাবি যাহা তাহা করি না কদাপি- প্রবচনে মারি ঢপ!
আমারে ফেলিয়া রসাতল তলে- প্রভূ তুমি সুখে রবে?
কি জানি কখন যমের সদনে যাব,
বিফলে ও মন, পটল তুলিব ভবে!
ভাবি যাহা তাহা করি না কদাপি- প্রবচনে মারি ঢপ!
আমারে ফেলিয়া রসাতল তলে- প্রভূ তুমি সুখে রবে?
কি জানি কখন যমের সদনে যাব,
বিফলে ও মন, পটল তুলিব ভবে!
তিনটে বাজিলে ঘুমাইতে যাই, দশটায় ত্যাজি শয্যা,
শরীরে আমার আর নাই সুখ, নড়বড়ে কলকব্জা-
ডায়াবিটিসের ওষুধ গিলিয়া, এত কথা কহি তবে!
কি জানি কখন যমের সদনে যাব,
বিফলে ও মন, পটল তুলিব ভবে!
~~~
শরীরে আমার আর নাই সুখ, নড়বড়ে কলকব্জা-
ডায়াবিটিসের ওষুধ গিলিয়া, এত কথা কহি তবে!
কি জানি কখন যমের সদনে যাব,
বিফলে ও মন, পটল তুলিব ভবে!
~~~
প্রাণান্ত অবস্থায় বৈদ্যের আগমণ
_______________________
_______________________
একি অপরূপ অরূপ বৈদ্য আসিলে আমারে বাঁচাতে,
ওহে গুণধন, বল মোরে বল কোথা মোর রসরাজ?
তিনি বিনা এই রসহীন ভূমে, বাঁচিব কিসের আশাতে?
আমার বাঁচিয়া বিফল কাজ!
বল মোরে বল কোথা মোর রসরাজ!
ওহে গুণধন, বল মোরে বল কোথা মোর রসরাজ?
তিনি বিনা এই রসহীন ভূমে, বাঁচিব কিসের আশাতে?
আমার বাঁচিয়া বিফল কাজ!
বল মোরে বল কোথা মোর রসরাজ!
২২/৪/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন