শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

দেখাতো হবেই হবে

আর ভবজায়া শান্তি দিলিনে ভবে—
শুধাব সকলি, পুষে যা রেখেছি মনে,
আজ নয় কাল, দেখা তো হবেই হবে!

শয়নে চিন্তা হানে শরসম, দিবসে মরি গো যুঝিয়া,
কোথা পাব তারা ত্বরা উপশম, আকুল হয়েছি খুঁজিয়া,
এত যাতনা মা দিবি জানিনিতো,
দিলি যাহা— মনে রবে!
শুধাব সকলি, পুষে যা রেখেছি মনে,
আজ নয় কাল, দেখা তো হবেই হবে!

ঘোর ঢেউ ভাঙে, তরণী দিলিনে,
আমি জেনেছি কবে গো সাঁতার?
জলে ফেলেছিস, ভাল কি এ খেলা-
এ যে অকুল করাল পাথার!

আমি ডুবে মরি সংসারস্রোতে, তোর কত মজা এলোকেশী
এই বেশ ভাল, আমি কেঁদে যাই, তোর গালভরা থাক হাসি
লোকে তো দিয়েছে দুঃখহরা নাম,
আমি — ভুল জেনে গেছি তবে।
শুধাব সকলি, পুষে যা রেখেছি মনে,
আজ নয় কাল, দেখা তো হবেই হবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...