রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বুর্জোয়ার প্রার্থনা

ক্ষমা কোরো দেব, মোরা বুর্জোয়া,
তুমি প্রোলেতারিয়েত নেতা কমরেড!
আর যদি বলি এসব কু’কথা-
তবে মেরে গুঁড়ো কোরো ফরহেড!
তুমি প্রেমপতি রসের বালতি, কদলীকুঞ্জবিহারী
আমরা হয়েছি আগাছার দল, মহিমা বুঝিতে নারি!
কত বাতুলতা শব্দে বাঁধিয়া তোমারে করেছি হেলা,
সকলি সয়েছ ভ্যাবলার মত, দাওনি বাঁশের ঠেলা!
ক্ষমা কোরো, ওহে ব্যাকরণনিধি,
মোরা জঙ্গলে থাকি- বর্বর,
মোদের মাথাতে সার কিছু নাই,
তুমি গোবরতুল্য উর্বর!
তাই তুমি জানো, এরা জ্ঞানহীন, না বুঝিয়া করে দোষ,
লাল-ঝাড়ুটিরে দূরে রাখো ফেলে, কোর না কোর না রোষ!
আমরা অধম, অকাট পামর- গাঞ্জা সেবিয়া রই,
কোথা পাব বল ব্র্যান্ডি-হুইস্কি, এত যে যোগ্য নই!
তুমি জানো নাথ, আমরা কাঙাল, তথাপি তোমার পূজারী,
দেখা দাও প্রভূ ভকতবৃন্দে, এসো কদলীকুঞ্জ উখাড়ি!
___________________________
স্নেহের অপ্রকাশ একটি প্রার্থনা লিখিবার কথা বলিয়াছে!

১৮/৪/২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...