‘বিশ্বভূবন রঞ্জন ব্রহ্ম
পরমজ্যোতি,
পরমজ্যোতি,
অনাদি দেব জগপতি প্রাণের
প্রাণ।।
প্রাণ।।
কতই কৃপা বরষিছ প্রাণ জুড়ায়
সুমধুর প্রেম সমীরে
সুমধুর প্রেম সমীরে
দুঃখ তাপ সকলই হয় অবসান।।
সবাকার তুমি হে পিতা বন্ধু
মাতা
মাতা
অনন্ত লোক করে তব প্রেমামৃত
পান।।
পান।।
অনাথশরণ এমন আর কে বা তোমা
হেন
হেন
ডাকি তোমারে দেখা দাও প্রভূ
হে কৃপা নিধান।।‘
হে কৃপা নিধান।।‘
- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন