শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বিশ্বভূবন রঞ্জন ব্রহ্ম পরমজ্যোতি (স্বামী বিবেকানন্দ গীত ব্রহ্মসঙ্গীত)




‘বিশ্বভূবন রঞ্জন ব্রহ্ম
পরমজ্যোতি,
অনাদি দেব জগপতি প্রাণের
প্রাণ।।
কতই কৃপা বরষিছ প্রাণ জুড়ায়
সুমধুর প্রেম সমীরে
দুঃখ তাপ সকলই হয় অবসান।।
সবাকার তুমি হে পিতা বন্ধু
মাতা
অনন্ত লোক করে তব প্রেমামৃত
পান।।
অনাথশরণ এমন আর কে বা তোমা
হেন
ডাকি তোমারে দেখা দাও প্রভূ
হে কৃপা নিধান।।‘

- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...