শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

কাজী নজরুল ইসলাম (Acrostic)

কালকূট কন্ঠে রাখি ধূর্জ্জটির তৃপ্ত হাসি,
জীবনপাথার মথি বাজালে বিষের বাঁশী!

বীন অরুণ করে ভাঙায়েছিলে ঘুম-
গদ্দল পাথরের, দাশরথি পদরজে অহল্যার মত!
রুদ্ধ প্রাণে সঙ্গীতের সুর শুনি কাঁপিয়াছিল ভূম-
বনাম্বুধির তট, সহসা সচকিত-

ন্দু ও প্রভাকর, দ্যুতিময় দ্যুলোকের নক্ষত্রনিচয়
ম্মোহিত নয়ন মেলি দেখিল ধরণী।
লাজনম্রা বঙ্গদেশে একি আলোক উদয়,
রণপ্রায় বাঙালীরে যুদ্ধ দিল আনি!

3815
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150803121006/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...