শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

দংশনবিরতি চুক্তি

কালকেউটের সাথে দংশনবিরতি চুক্তি করেছি
আমার বিশ্বাস সেও মানে অবশ্যই শান্তি প্রস্তাব!
সেও বোঝে বিষে বিষে বিষক্ষয় অসম্ভব কথা!
সম্ভাব্য সকল সৌহার্দ্য সংলাপ আমি বলেছি তাকে,
আমি তাকে বুঝিয়েছি আমাদের কিসের অভাব!
সেও চায় বিষের বিনিময়ে মধুমুগ্ধ চর্চিত সমঝোতা-
অঢেল সর্পিল মনুষ্যবুদ্ধির বহুধা ধাবিত সুবিন্যস্ত পাঁকে
তারও কিছু কথা- আমার একান্ত ভাল লেগে যায়!
এখন সে সাপ আছে শান্তির দেশে
আমার পদাঙ্গুলি সাপের ফনায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...