কালান্তরের পাড়, পারাবার -অন্ধকারে ঢাকা,
জীবনতরীর পাল তুলেছিলে, প্রাণ ধরেছিলে বাজী;
নওল কিশোর পাখা- উড়েছিল, পুড়েছিল মন।
জলপ্লাবনের মাঝি সমুদ্রসংগ্রামে ফুটেছিলে জলজ-
রুবাইয়াৎ হয়ে আঁখিকোনে, অকস্মাৎ পারস্য মরু
ললিত বিলোল রাগে গেয়েছে হিল্লোল!
ইন্দ্রাসন কেঁপেছিল রবির সভায়, দেখেছে সবাই
সজ্জিত রণবর্মে রণধীর, মুখে বিজয়ী সুহাস।
লাজনম্র বীর অমিত বিভায় প্রভাতের বেলা
মর্মভেদী মুরজ মন্ত্রপাশ, বিমুর্ত ঘায় ভেঙেছিল ঘুম।
11815
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150811023233/
জীবনতরীর পাল তুলেছিলে, প্রাণ ধরেছিলে বাজী;
নওল কিশোর পাখা- উড়েছিল, পুড়েছিল মন।
জলপ্লাবনের মাঝি সমুদ্রসংগ্রামে ফুটেছিলে জলজ-
রুবাইয়াৎ হয়ে আঁখিকোনে, অকস্মাৎ পারস্য মরু
ললিত বিলোল রাগে গেয়েছে হিল্লোল!
ইন্দ্রাসন কেঁপেছিল রবির সভায়, দেখেছে সবাই
সজ্জিত রণবর্মে রণধীর, মুখে বিজয়ী সুহাস।
লাজনম্র বীর অমিত বিভায় প্রভাতের বেলা
মর্মভেদী মুরজ মন্ত্রপাশ, বিমুর্ত ঘায় ভেঙেছিল ঘুম।
11815
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150811023233/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন