একবার নিঃস্ব হবার পর দ্বিতীয়বার কি সে সুযোগ থাকে?
দ্রব্য হারিয়ে যে নিঃস্ব সে না হয় দুবার জোটাতে পারে।
কিন্তু যে হারিয়েছে প্রেম ও হৃদয় যুগপৎ
সে কি পারে?
যে হারিয়েছে বিশ্বাস ও আস্থা, নারী ও স্পর্শ, অভিমান ও আকুতি,
ব্যাকুলতা, বিহ্বলতা- সে কি পারে বারবার ভিক্ষাজীবী হতে?
একবার যে ভিখারি হয় সে কি পারে আরেকবার ভিখারি হতে?
যে রাজা রাজ্যচ্যুত সে হয়ত ভাগ্যবশে আরেকবার রাজা হবে।
কিন্তু যে প্রেমিক প্রেমহারা হয় সে কি পারে বারবার প্রেম পেতে?
যে হারিয়েছে নদী ও নৌকা, ঢেউ ও বাতাস, পাখি ও ছোট্ট নীড়,
অশ্রু, আকাশ, বিলাপ, প্রলাপ- সে কি পারে কবিতা ছেড়ে দিতে?
সে কি পারে?
একবার যে জন্মেছিল সে কি পারে বারবার মরে যেতে?
মানুষ কি সবুজ ঘাস? অথবা কি গাছের কলব যে জুড়ে দিলে বেঁচে যাবে?
মানুষ কি সবুজ ঘাস- যে পায়ে পায়ে পিষে গেলেও একদিন জল পেলে
আবার মাথা তুলে দাঁড়াতে পারে?
সে কি পারে?
সে কি পারে বিভগ্ন বিশ্বাসকে পুঁজি করে মনের ব্যবসাদারী?
অনাস্থাকে বুকে বেঁধে সমুদ্র পাড়ি দিতে সে কি পারে উদোম বৈশাখে?
একবার যার ঘর ভেঙেছে সে না হয় আর একবার বেঁধে নেবে।
কিন্তু যার হৃদয় দুমড়ে মুচড়ে গেছে সে কি পারে আবার জানালা খুলে দিতে
দমকা হাওয়াকে ডেকে ভর দুপুরের কোন নিরালি ডাঙায়?
সে কি পারে?
২৩-২-১৬
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20160223070502/
দ্রব্য হারিয়ে যে নিঃস্ব সে না হয় দুবার জোটাতে পারে।
কিন্তু যে হারিয়েছে প্রেম ও হৃদয় যুগপৎ
সে কি পারে?
যে হারিয়েছে বিশ্বাস ও আস্থা, নারী ও স্পর্শ, অভিমান ও আকুতি,
ব্যাকুলতা, বিহ্বলতা- সে কি পারে বারবার ভিক্ষাজীবী হতে?
একবার যে ভিখারি হয় সে কি পারে আরেকবার ভিখারি হতে?
যে রাজা রাজ্যচ্যুত সে হয়ত ভাগ্যবশে আরেকবার রাজা হবে।
কিন্তু যে প্রেমিক প্রেমহারা হয় সে কি পারে বারবার প্রেম পেতে?
যে হারিয়েছে নদী ও নৌকা, ঢেউ ও বাতাস, পাখি ও ছোট্ট নীড়,
অশ্রু, আকাশ, বিলাপ, প্রলাপ- সে কি পারে কবিতা ছেড়ে দিতে?
সে কি পারে?
একবার যে জন্মেছিল সে কি পারে বারবার মরে যেতে?
মানুষ কি সবুজ ঘাস? অথবা কি গাছের কলব যে জুড়ে দিলে বেঁচে যাবে?
মানুষ কি সবুজ ঘাস- যে পায়ে পায়ে পিষে গেলেও একদিন জল পেলে
আবার মাথা তুলে দাঁড়াতে পারে?
সে কি পারে?
সে কি পারে বিভগ্ন বিশ্বাসকে পুঁজি করে মনের ব্যবসাদারী?
অনাস্থাকে বুকে বেঁধে সমুদ্র পাড়ি দিতে সে কি পারে উদোম বৈশাখে?
একবার যার ঘর ভেঙেছে সে না হয় আর একবার বেঁধে নেবে।
কিন্তু যার হৃদয় দুমড়ে মুচড়ে গেছে সে কি পারে আবার জানালা খুলে দিতে
দমকা হাওয়াকে ডেকে ভর দুপুরের কোন নিরালি ডাঙায়?
সে কি পারে?
২৩-২-১৬
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20160223070502/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন