বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

তুমি কি বোঝ না কোনদিন?

আমি কিছু লাঞ্ছিত প্রত্যাশার আশ্রয়দাতা,
কিছু নিরতিশয় ভুলের মাশুল,
দুর্বিজ্ঞের বিলাপের ভাষা-
আমি, ব্যথায় মথিত যৌবন।
স্বপ্নে বিধ্বস্ত, জাগ্রত বিষম সমাকুল,
প্রাণহর্তা কবিত্বের উদগ্র নখবিষ
শরীরে ধাবমান, উন্মত্ত দহন-
জন্ম থেকে ভবিষ্য-বর্তমান আমাকে,
প্রতিভা, কীর্তি, যশ, অতুল উষ্ণীষ-  
সমেত গ্রাস করে আশ্চর্য্য বুভুক্ষু হয়ে।
তবুও কেন যেন তোমার চোখের তারা
খোঁপায় সে কোন নাম না জানা গাছের ফুল
কি জানি কেন যেন সকরূণ অনুনয়ে
হৃৎপিণ্ড আঁকড়ে ধরে কাঁদে।

আমি এক-পা পিছিয়ে গিয়ে দুই-পা এগুই,
তোমার কোলের কাছে সঁপে দিয়ে মাথা
ঝড়ের ঝাপটা বুকে চোখ বুজে শুই।

তুমি কি বোঝ না কোনদিন?http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20160901060428/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...