শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

এরই নাম বুঝি প্রেম

যত আমি বলি 'তুমি ভুলে যাও'
তুমি জানো- আমি বলি 'ভুলো না গো, মনে রেখো।'
         যত সরে যাই তোমার দৃষ্টি থেকে
তুমি জানো আমি চাই, তুমি সারাদিন খুঁজে দেখো।
       দুরে যাব বলে কাছে আসি বারবার
  না পাওয়ার খেদ মনে আসেনি তো কোনদিন
    শুধু ভয় জাগে মনে একান্ত কিছু হারাবার,
              এরই নাম বুঝি প্রেম।
      জীবনটা যেন না বলা কথার সঞ্চয়
     দেয়ালের ছবি, পুরনো কাঁচের ফ্রেম।

----------------------------------
১২ এপ্রিল ২০১৫, চেন্নাই এয়ারপোর্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...