যত আমি বলি 'তুমি ভুলে যাও'
তুমি জানো- আমি বলি 'ভুলো না গো, মনে রেখো।'
যত সরে যাই তোমার দৃষ্টি থেকে
তুমি জানো আমি চাই, তুমি সারাদিন খুঁজে দেখো।
দুরে যাব বলে কাছে আসি বারবার
না পাওয়ার খেদ মনে আসেনি তো কোনদিন
শুধু ভয় জাগে মনে একান্ত কিছু হারাবার,
এরই নাম বুঝি প্রেম।
জীবনটা যেন না বলা কথার সঞ্চয়
দেয়ালের ছবি, পুরনো কাঁচের ফ্রেম।
----------------------------------
১২ এপ্রিল ২০১৫, চেন্নাই এয়ারপোর্ট।
তুমি জানো- আমি বলি 'ভুলো না গো, মনে রেখো।'
যত সরে যাই তোমার দৃষ্টি থেকে
তুমি জানো আমি চাই, তুমি সারাদিন খুঁজে দেখো।
দুরে যাব বলে কাছে আসি বারবার
না পাওয়ার খেদ মনে আসেনি তো কোনদিন
শুধু ভয় জাগে মনে একান্ত কিছু হারাবার,
এরই নাম বুঝি প্রেম।
জীবনটা যেন না বলা কথার সঞ্চয়
দেয়ালের ছবি, পুরনো কাঁচের ফ্রেম।
----------------------------------
১২ এপ্রিল ২০১৫, চেন্নাই এয়ারপোর্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন