শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

সতীর মিনতি (পয়ার)

সম্মুখেতে কড়জোড়ে করেন মিনতি
মহাদেব অর্ধাঙ্গিনী দক্ষসূতা সতী।।
আমারে যাইতে দেহ পিতার ভবনে
শিবহীন যজ্ঞভাগী হয় দেবগনে।।
হেন ঘোর অপমান সহিতে যে নারি
জিজ্ঞাসিব দক্ষরাজে কন্যারূপ ছাড়ি।।
কেন পিতা হইতেছ হেন পাপভাগী?
ব্রহ্মা বিষ্ণু পূজে যারে দরশন লাগি-
সে মহেশ বিনা যজ্ঞ সাধিলে কি হেতু?
যাহার আজ্ঞায় ঘুরে কালচক্র ঋতু।।
ভুলিয়াছে মোর রূপ আমি মহামায়া
জগত ব্রহ্মাণ্ড আদি মম বিম্বছায়া।।
তপোবলে লভিয়াছ কন্যারূপে মোরে
সে তপস্যা ভুলিয়াছ মজি অহংকারে।।
ক্ষান্ত হও পিতা শিবে কর আবাহন
এ মিনতি তব পদে করি নিবেদন।।

                  ||★||★||


২৩৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...