সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

পরিত্যক্ত প্রশ্ন

একটি অপঘাতের মৃত্যু দিতে পারে শহীদ অথবা দেশদ্রোহীর খেতাব
একটি লাশ হতে পারে এক সপ্তাহের জমাট হুজুগ অথবা টকশো প্রলাপ
একটি রাস্তার মোড়ে কখনো ভাসতে পারে গণজোয়ার
একটি নৈমিত্তিক ভোরে খুলে যেতে পারে কোন কোন জনপদে নরক দুয়ার
আরাধ্যের ঘরের চালে আগুন উড়িয়ে, কখনো নামতে পারে ঘৃণার বরষা
কখনো পতাকার সীমান্ত হারিয়ে মানুষ গড়তে পারে একান্তে বুনো বাসা
খড়বিচালি বিছিয়ে দিয়ে স্বপ্নের প্রার্থনা করতে পারে কারো বিনিদ্র চোখ
মানুষের রক্ত খেয়ে মানুষেরা বাঁচে, আহার ও আহার্য্যের মাঝে কার কিসে শোক
সে প্রশ্নে বিচলিত খাদ্যশৃঙ্ক্ষল!

আমাদের মৃত্যু গুলো অনিবেদিত থাকে ঈশ্বরের পায়,
অথচ ধর্মবোধ, অথচ অধর্মে অনাস্থার কথা আমরা আমৃত্যু বলি!
আমাদের স্বঘোষিত বিজ্ঞানে রুচি, সসীমে আবদ্ধ যত যুক্তির কথা,
পুরাতনকে অগ্রাহ্য করা আধুনিক খুলি-
নিয়ে আমরা পূর্ণ জীবিত নানা রঙে!

এ ভাবেই প্রতিদিন অতিকথায় অতিবাহিত হই,
প্রতিদিন নিজেই নিরুত্তর নিজের সামনে এসে
যে আমিটা প্রশ্ন করে সে আমিটা কৈ?
অকালে প্লাবিত বন্যার ক্রুরতার মত হাসতে শিখেছি আমরা অনেক ব্যথায়
কোথায় যে ভেসে যাই, ছিলাম কোথায়-
এসব প্রশ্ন পরিত্যক্ত বটে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...