শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

ফাহমিদা - ১

ফাহমিদা,
তোমাকে মনে পড়ে,
আমি চাই বা না চাই; খুব মনে পড়ে।
তোমাকে মনে করা স্বভাবের মত
করে ফেলি নিয়মমাফিক, আমি চাই বা না চাই
পৃথিবীর যত কাজ সব যায় সরে
তবু তোমাকে মনে করা ঠিকই থাকে মনে।
কিছু লিখি বা না লিখি, গান গাই বা না গাই
তোমাকে মনে করি অভ্যাসবশে, গভীর গোপনে-
কাছে চাই পৌরুষ দোষে প্রতিরাত ঘুমের আবেশে।

ফাহমিদা,
তোমাকে মনে পড়ে,
আমি চাই বা না চাই; কেন যেন মনে পড়ে।
একান্ত অভাবের মত জেগে থাকো তুমি
জেগে থাকে স্মৃতিগুলো, ফোনালাপ, দুহাজার চ্যাট
জেগে থাকে মমি প্রেমাকাঙ্ক্ষী মানবের
কোন ক্লাসমেট- খোয়াবী বাসরে!

সবকিছু ছাড়িয়ে তবু তোমাকেই মনে পড়ে
মনের এলাকাজুড়ে তোমার দখলদারি
বহাল থাকে, আমি চাই বা না চাই
পুরাতন জামদানী শাড়ী
কেন জানি মেঘে মেঘে ঘুড়ি হয়ে ওড়ে!

খুব মনে পড়ে
বিশ্বাস কর তুমি
খুব মনে পড়ে।

১৯৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...