শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

মর্জিনা সুন্দরী (চাঁটগাইয়া কাব্য)

তোঁরায়লাই বলি আঁর পরাণত হৈছালি ক্যা গরের
রাইত বিরাইতত ঘুম ন আইয়ের তোঁয়ারে মনত পরের!
বেইন্না উডি পৈরোর পাড়ত দাত মাইজতাম যাই
পৈরোর পানিত তোঁয়ারে দেহি, পেট পুড়ে তোঁয়ারলাই!
হোইন্নপারি হন্ডে যাইউম, হার লই হইয়ুম হথা
বুগর ভিতর এন ক্যা লাগের, ঘুরের যে ক্যা মাথা!
কেন গরি আঁই তোঁয়ারে হইয়ুম মনত লাগের ডর
তোঁয়ার আব্বা আঁরার মেম্বার, তোঁয়ারার বড় ঘর!
জানিত পাইরলে জঁরাই দিব হাঁস কুরার নান ধরি
আঁই ন জানি কেন গইত্তাম, যাইউম ফানলার মরি!

লফরর নান থিয়াই থাই তোঁয়ার ইসকুল গেইডত
রমজাইন্যা- আঁর ঠ্যাঙ দুনুয়ান ধরাই দিব আথত!
ইথি বলে তোঁয়ারলাই বলি পওলা কুত্তা অইয়ে
তোঁয়ার ঢ’দি বাড়ির বিলকিস-আরা আঁরে বেজ্ঞিন হইয়ে।
রমজাইন্যা পোয়া ভালা ন, ইথার আব্বা ডাহাইত
গাঁজা হাই হাই বডি ইয়ান অই গিয়েগোই হাঁইত!
ইথি বেশী কিছু হইতু চাইলে দিও জুতার বাড়ি
আঁর হথাইয়ান মনত রাইক্ষো মর্জিনা সুন্দরী!

২৬৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...