শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

দেখে যা রে প্যালারাম

প্যালারাম তুই একবার এসে দেখে যা,
বাইরের আমি সুন্দর পরিপাটি, ভেতরের আমি-
ভঙ্গুর পোড়ামাটি, বসে আছি ভিটেবাড়ি ছেড়ে
শরণার্থীর ভীড়ে মানবিকতার শ্মশানে!
দেখে যা, আমি আজও হাসি হো হো হো করে
বিড়িফুঁকা মুখে, আজকেও গুম্ফ গজায় প্রাচীন নিয়মে,
রেজারের দাম বাড়ন্ত, দুর্দম দুর্ভিক্ষের দিনে
আমি দীর্ঘশ্মশ্রু ব্যাসদেব হয়ে প্রবচন বেচে খাই!

প্যালারাম তুই একবার এসে দেখে যা,
ভেতরের আমি আহত সাপের মত শরীর মুচড়ে
মৃত্যুর পথে তড়পাই, কত নিদারুণ যন্ত্রণা এসে
আমাকে পুড়েছে কাঠকয়লার মত, জানিনা কি করে
বোঝাব এসব, তুই দেখে যা, আমি জ্বলে ছাই-
হতে কিছু বাকী!

প্যালা তুই একবার এসে দেখে যা,
শরীরে আমার ছোবলের পর ছোবল জুটেছে
বিষে বিষে আমি কুৎসিত কালো, জমাট অন্ধকার
অজ্ঞাতসারে লেগে গেছে ভাল, তলিয়ে গিয়েছি
কখন কিভাবে, কার ছলনায় এতটা গরল তলে,
এতটাই ছারখার, কি করে হলাম, কিসের কর্মফলে?

তুই একবার এসে একবার দেখে যা,
আমি কুকুরের চেয়ে দিশাহীন পথে ফিরি, দামী প্যান্ট শার্ট
ঝুলিয়ে নগ্ন গায়ে, মেধা ও প্রতিভা সস্তায় ফেরি করি
দু'আনা পয়সা পকেটে আসবে বলে, সাজি স্মার্ট,
মন পাব বলে অমানুষদের কাছে করে যাই অভিনয়
যে আমি ছিলাম মানুষের মাঝে, সে আমি এ আমি নই!

৯৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...