শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

রাষ্ট্র-জ্যোতিষ-বার্তা

গ্রহ নক্ষত্র দেখে বলেছিল জ্যোতিষী
এ পৃথিবী তোমার নয়, হে দিগভ্রান্ত বিদেশী
ফিরে যাও নিজ দেশে, যাও আপন আলয়!
এখানে রাহুর গ্রাস, মঙ্গল দেখায় ত্রাস
মস্তকের চারপাশে স্পষ্ট দেখি-
ঘোরতর শনির বলয়।
ফিরে যাও নিজ দেশে, ফেনিল সমুদ্রে ভেসে
আগামীর পৃথিবীতে ভীষণ প্রলয়!

দেখি ঘনায় অন্ধকার, দ্বারে দ্বারে হাহাকার
ভিক্ষাপাত্র হাতে ক্ষপণক দল ভিক্ষাহীন ঘোরে
ধরণীর জনপদে, গ্রাম ও গ্রামান্তরে
আমাদের দন্তিল সর্বভুক দেশে,
প্রকৃতির সর্বগ্রাসী বিরাট বিবরে!
ফিরে যাও নিজ বাসে সুনীল সমুদ্রে ভেসে
জলপ্লাবনের আগে তোল নৌকাতে পাল
এ দেশ তলিয়ে যাবে, জলধির তান্ডবে
অধীর অপেক্ষা নিয়ে জাগে মহাকাল!

আমাদের সত্যভাষে খড়গের কোপ লাগে,
রাষ্ট্রযন্ত্রে বলি, মানুষের স্বাভিমান পশুর সমান!
এ দেশ তোমার নয়, কি তোমার পরিচয়
কি আশায় কাব্য লেখ, গাও কেন গান?
ফিরে যাও মুসাফির, এখানে সেজো না বীর
এ দেশে ভীরুরা পায় বীরের সম্মান
আর ত্রিবিক্রমী যোদ্ধা মরে চির অগোচরে
ফিরে যাও, ফিরে যাও, থাক তাজা প্রাণ
কিছুদিন ছাইচাপা বুকের ভেতরে!

ফির যাও নিজ দেশে, উতল পাথারে ভেসে
আমাদের বাহুপাশে বাসুকির ঘুমন্ত ফনা!
বন্ধু ভেবেছ যারে, দেখ পিণাকের টংকারে
গভীর রজনী দেখে সেই দিল হানা
নিদ্রিতা প্রেয়সীর পেলব শরীরে।
এই দেশে এই রীতি, এই দেশে এই নীতি
এর চেয়ে বেশি বলা জ্যোতিষীরও মানা
আমাদের শাসনের গণকারাগারে!

১০৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...