শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

যদি মনে পড়ে (স্পেন্সারিয়ান সনেট)

সেই হাসি, সেই চোখ, সেই খোলাচুল,
সেই গান, সেই তান, সেই তানপুরা-
এই আছে, এই নেই, বারেবারে ভুল;
স্বাভাবিক হয়ে গেছে পথে পথে ঘোরা।

ছেঁড়া ছেঁড়া কথা জুড়ে কবিতায় রাত-
পার করি, ধার করি জীবনের সুখ।
ওড়ে চঞ্চল অঞ্চল, প্রেয়সীয় হাত-
ভেসে ওঠে লহমায়, জেগে ওঠে মুখ।

মনটাও ভাল নেই শরীরে বিকার
বেঁচে আছি এই বেশ পাথরের মত।
এখনো যে বাকী আছে কত কি দেখার
জানি আরো দেবে তুমি মনে প্রাণে ক্ষত।

তবু চাই ভাল থেকো গড়িয়ার মোড়ে,
মাঝেমাঝে মনে কোরো যদি মনে পড়ে।

২৮১৫
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150802010655/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...