আমাদের গাঁয় শরত এসেছে ধীরে
পূজার আনন্দে আগমনী সুর বাজে।
আমন আবেশে চাষীরা গিয়েছে কাজে
ভাটফুল ফুটে ঝরেছে পথের ধারে।।
তোমার স্মৃতিরা দিনভর কেঁদে মরে
দু’চোখের পাতা বারেবারে যায় ভিজে।
অপরূপা তুমি এসেছিলে নব সাজে
বিজয়ার দিন রূপসা নদীর তীরে।।
সবকিছু তুমি ভুলে গেলে ফাহমিদা
চিঠিতে লিখেছো সবকিছু ছিল ভুল।
বলেছো আমাকে ভুলে যেতে দিনগুলো
তুমিতো জানতে আমি কত বোকা-হাঁদা!
মানিনি তো আমি সমাজ ধরম কুল
আমি ভাবতাম সেও ভালবেসেছিলো।।
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
২১৮১৫
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150821123904/
পূজার আনন্দে আগমনী সুর বাজে।
আমন আবেশে চাষীরা গিয়েছে কাজে
ভাটফুল ফুটে ঝরেছে পথের ধারে।।
তোমার স্মৃতিরা দিনভর কেঁদে মরে
দু’চোখের পাতা বারেবারে যায় ভিজে।
অপরূপা তুমি এসেছিলে নব সাজে
বিজয়ার দিন রূপসা নদীর তীরে।।
সবকিছু তুমি ভুলে গেলে ফাহমিদা
চিঠিতে লিখেছো সবকিছু ছিল ভুল।
বলেছো আমাকে ভুলে যেতে দিনগুলো
তুমিতো জানতে আমি কত বোকা-হাঁদা!
মানিনি তো আমি সমাজ ধরম কুল
আমি ভাবতাম সেও ভালবেসেছিলো।।
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
২১৮১৫
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150821123904/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন