ভাল থেকো, ভাল থেকো
যদি চাও মনে রেখো,
অথবা ভুলেই যেও নিজের খেয়ালে।
টাঙিয়ে রেখো না তুমি
আমার প্রেমের মমি মনের দেয়ালে!
ভাল থেকো সব ভুলে
বর্ষায় খোলাচুলে একা একা ভিজো,
নীল বাড়িটার ছাদে,
কোন রূপালী জ্যোছনা চাঁদে
যাকে তুমি খোঁজ-
সে না হয় অন্য কেউ হোক!
খুব নিপাট ভদ্রলোক
ছন্নছাড়া ভিখারি নয়, নয় উদ্ভ্রান্ত কবি
সে হোক রাজার মত, মানেও সমুন্নত
যাকে দেখে দশবার আমি খাব খাবি!
সবই হোক যেমন তোমার খুশী
তোমার মুখের হাসি
সবচেয়ে দামী
এটুকু আমার আছে,
বাকি সব চলে গেছে
শুধু টিকে আছি আমি
হাসির শব্দ নিয়ে পাঁজরার নিচে!
বাকি সব- সব মিছে
গভীর ঘুমের দেশে স্বপ্ন দেখছি যেন
ছুটছি কিসের পিছে
কি কারনে? কেন?
উত্তর অজ্ঞাত, সাড়া নেই কোন!
তবু আমি ভাল আছি
তুমি থেকো ভাল,
আমার রঙটা শুধু একটু পুড়েছে রোদে
চামড়াটা কিঞ্চিৎ হয়ে গেছে কালো,
তবু আছি ভাল।
ভুলে যেও ভুলে যেও
মনে রাখা মহাপাপ এটা মনে রেখো
ফেসওয়াশ করে নেবে ঘুমানোর আগে
মনে করে অবশ্য মুখে ক্রিম মেখো!
৬৮১৫
যদি চাও মনে রেখো,
অথবা ভুলেই যেও নিজের খেয়ালে।
টাঙিয়ে রেখো না তুমি
আমার প্রেমের মমি মনের দেয়ালে!
ভাল থেকো সব ভুলে
বর্ষায় খোলাচুলে একা একা ভিজো,
নীল বাড়িটার ছাদে,
কোন রূপালী জ্যোছনা চাঁদে
যাকে তুমি খোঁজ-
সে না হয় অন্য কেউ হোক!
খুব নিপাট ভদ্রলোক
ছন্নছাড়া ভিখারি নয়, নয় উদ্ভ্রান্ত কবি
সে হোক রাজার মত, মানেও সমুন্নত
যাকে দেখে দশবার আমি খাব খাবি!
সবই হোক যেমন তোমার খুশী
তোমার মুখের হাসি
সবচেয়ে দামী
এটুকু আমার আছে,
বাকি সব চলে গেছে
শুধু টিকে আছি আমি
হাসির শব্দ নিয়ে পাঁজরার নিচে!
বাকি সব- সব মিছে
গভীর ঘুমের দেশে স্বপ্ন দেখছি যেন
ছুটছি কিসের পিছে
কি কারনে? কেন?
উত্তর অজ্ঞাত, সাড়া নেই কোন!
তবু আমি ভাল আছি
তুমি থেকো ভাল,
আমার রঙটা শুধু একটু পুড়েছে রোদে
চামড়াটা কিঞ্চিৎ হয়ে গেছে কালো,
তবু আছি ভাল।
ভুলে যেও ভুলে যেও
মনে রাখা মহাপাপ এটা মনে রেখো
ফেসওয়াশ করে নেবে ঘুমানোর আগে
মনে করে অবশ্য মুখে ক্রিম মেখো!
৬৮১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন