শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

নাই বা হলে আমার

নাই বা পেলাম আরো কাছে
নাই বা হল আর দেখা,
নাই বা হল খুনসুটি আর
নাই বা হল গান লেখা।
নাই বা হল রাত জেগে চ্যাট
নাই বা নিলে আর খবর,
নাই বা ভাল বাসলে আমায়-
নাই বা তুমি বাঁধলে ঘর।
নাই বা তুমি রাখলে মনে
নাই বা তুমি ভাবলে আর,
নাই বা তুমি আঁকলে ছবি
নাই বা খুলে রাখলে দ্বার!
নাই বা হল আর কবিতা
নাই বা এল ছন্দ লয়
নাই বা হল দু'চোখ দেখা
তবুও দু'চোখ বন্ধ নয়!
নাই বা আমায় বাঁধতে এলে
নাই বা দিলে বরমালা,
নাই বা থাকো শয্যপাশে
বুকেই থাকো, হোক জ্বালা!

না হয় আমি জ্বলেই যাব,
জ্বলেই হব কয়লা-ছাই
তবুও আমি থাকব বেঁচে
বলব না আর তোমায় চাই!

৪৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...