শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

প্রীতিলতা ও আমার সুশীলত্ব

প্রীতিলতার আত্মাহুতি নিয়ে আমি গতকাল কিছু লিখতে পারিনি।
প্রীতিলতা- রামপাল ও কাশ্মীরের মত গুরুত্বপূর্ণ কিছু নয়।
অবশ্য দু'দিন ধরে আমি ক্যাটরিনা কাঈফ ও 'বার বার দেখো'
দেখে অনেকবার স্খলিত হয়েছি; প্রীতিলতার কথা অন্য সময়
লেখা যাবে- ভেবেছি হাই কমোডে বসে- কমরেড স্বদেশ আগে,
এই দেশ যদি ভাগ্যোদয়ে চীন ও রাশিয়া হয়- তবে প্রীতিলতার
মর্মর প্রতিকৃতি গড়া হবে- মাও ও স্টালিনের পায়ের তলায়!
মাঝেমাঝে প্রীতিলতা, আমারও কষ্ট লাগে,
আমাদের সুশীল চিন্তাগুলো গলাবাজি, কলমবাজি, আর হাততালিতে
পরিপুষ্ট হতে পারে শুধু, নৈতিক মূল্যামূল্য জিভের ফলায়-
আছে, বাকী ক্ষেত্রে সত্যাসত্য অনির্ণীত চিনি ও বালিতে-
ভেদাভেদ আছে কি নেই তা আমরা ঘুরিয়ে পেঁচিয়ে ভাবি!
নারীবাদীর আদর্শ হতে পারে তসলিমা নাসরিন আর আরাধ্য শাহরুখ খান!
তুমি অথবা মাতঙ্গিনী অথবা লক্ষ্মী বাঈ সব্বাই পুরনো তালা-চাবি
এ জামানায় অকেজো খুব, তাই যথাযোগ্য সম্মান- কম পড়ে যায়!
অথচ সানি লিওনও একজন ইন্সপিরেশন, দ্রৌপদীকে বেশ্যা বলা সাজে
যা কিছু দেশের আছে লক্ষ যুগ ধরে, সবকিছু অসভ্য, নিরর্থক, বাজে-
এ রকম বামপন্থায় বমিবমি ভাব- ডানপন্থা এটা ভেবে মাথা চুলকায়!
প্রীতিলতা, প্রীতিলতা কোন আদর্শ নয়, বয়সের ভুল!
খুনাখুনি- নৈরাজ্যবাদ করে করে স্বাধীন হওয়া গেছে?
অহিংসার ব্রত বুকে পথ চলতে যদি, তবে নিঃশঙ্কুল
জীবন ও ক্ষমতা- তুমি সব পেয়ে যেতে!
আমার চামড়ায় ও রোমকূপে অহিংসার ধারা,
শুধু টিশার্টের মাঝখানে- চে গুয়েভারা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...