শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

পাকপ্রীতি ও আমার অবিশ্বাস

আমি বরং বিশ্বাস করি একটা সংক্ষুব্ধ গোখড়োকে
সে হয়ত ছোবল নাও দিতে পারে ভুল করে।
আমার অবিশ্বাস চান তারা পতাকায়,
আমার অবিশ্বাস জঘন্য পাকিস্তানে!
হায়েনাকে বিশ্বাস করি, বিশ্বাস করি তার ক্রুরতায়
তবু মনে হয় মাঝেমাঝে সেও খুব ভালো!
আমার অবিশ্বাস পাকিদের ন্যাশানাল এন্থেমে,
মানুষ খুনের সুর ডগমগ করে;
রক্তের গন্ধে সেটা কুৎসিত কালো!

রেসিজমে ভুগছি বল,
আমি বলি এ কোন মনোবিকার নয়।
তাকে ভালবাসতে বল যার হাতে এখনো-
লেগে আছে বাপ মার খুন?
এতটা উদার আমি হতে পারিনি,
এতটা উদার হতে পারতনা গৌতম বুদ্ধ জানি,
কার বুকে আছে বল এত উদারতা গুন-
বাংলাদেশের পরহেজগার মুমিন ফেরেশতা ছাড়া? (!)

রাজাকারকে তবু বিশ্বাস করি,
মনে হয় সে একদিন পশু থেকে মানুষও হতে  পারে!
তবু বিশ্বাস করি না পাকবীর্য্যপ্রসূতদের
আমার বিশ্বাস ওরা কোনদিন মানুষ হবে না
ওরা কলঙ্ক হয়ে থেকে যাবে কোন এক স্বাধীন দেশের-
ভূমে, তেঁতুলে বিছার মত দিয়ে যাবে মরণ কামড়!

আমরা সর্পদংশন ভেবে ভয়ে মরে যাব
অথচ সাপেরা ভয়ে আছে গর্তের ভেতর
সাপও জানে এ দেশটা এতটুকু নিরাপদ নয়!
______________________________________________________

স্যার হুমায়ুন আজাদকে নিবেদন করলাম।
২২৮১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...