শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

ফাহমিদা-২ (স্পেন্সারিয়ান সনেট)


কেমন আছ ফাহমিদা আমাকে ছেড়ে?
আমি আছি ফার্মগেট পুরাতন বাড়ি।
আজো ঠোঁটে দিনরাত সিগারেট পোড়ে
কদাচিৎ হুইস্কিটা- ধরি আর ছাড়ি।

আমার বাপের ছিল যত টাকাকড়ি
বই লিখে বই ছেপে সব তার শেষ!
বাড়ি বাড়ি গান গাই, টিউশনি করি
দু'বেলা আহার পাই, বেঁচে আছি বেশ।

তুমি আছ স্বামী নিয়ে দুর পরদেশ
শুনেছি ভালই আছ, আছ খুব সুখে।
আমার দীঘল দাড়ি, এলোমেলো কেশ
পাগল ডাকছে লোক, ব্যাথা লাগে বুকে।

তোমার খবর দেয় অনামিকা রায়,
কি জানি কেমন করে এত খোঁজ পায়!


২০/০৮/২০১৫
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150820124156/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...