প্রেমে হলে কুপোকাৎ কিবা দিবা কিবা রাত
ভাঁড়েরাও কবি হয়, ষাঁড় হয় ভেড়া!
কি মধু সুধার আশে মন কাঁদে হা-হুতাশে
বোঝাব কি ছাই লিখে, অপ্রেমিক যারা-
তারা কি বুঝতে পারে ফাগুনে কি আগ জ্বলে
রমণী কিভাবে চলে মোহের কুম্ভ ভরে
বুকের গভীরে নাড়ে দরজার কড়া!
সুকঠিন ফিলসফি, বাস্ কর! হুয়া কাফি!
ইনসান ঘুরে মরে লায়লার খোঁজে,
রোদে পুরে কয়লা হয়ে হয়নি মজনু যে
সে জন প্রেমের মানে কি করে বা বোঝে?
জেগে জেগে খোয়াবনামা লিখে যায় কবি
প্রেমের দুনিয়া দেখি বোকা টোকা ভরা।
সেয়ানা বান্দা কম, স্লো র্যাম, ড্যাম্ন রম!
হার্ডওয়ারে গোলমাল, খাবে হার্ট ধরা!
-*-
১৮১৫
ভাঁড়েরাও কবি হয়, ষাঁড় হয় ভেড়া!
কি মধু সুধার আশে মন কাঁদে হা-হুতাশে
বোঝাব কি ছাই লিখে, অপ্রেমিক যারা-
তারা কি বুঝতে পারে ফাগুনে কি আগ জ্বলে
রমণী কিভাবে চলে মোহের কুম্ভ ভরে
বুকের গভীরে নাড়ে দরজার কড়া!
সুকঠিন ফিলসফি, বাস্ কর! হুয়া কাফি!
ইনসান ঘুরে মরে লায়লার খোঁজে,
রোদে পুরে কয়লা হয়ে হয়নি মজনু যে
সে জন প্রেমের মানে কি করে বা বোঝে?
জেগে জেগে খোয়াবনামা লিখে যায় কবি
প্রেমের দুনিয়া দেখি বোকা টোকা ভরা।
সেয়ানা বান্দা কম, স্লো র্যাম, ড্যাম্ন রম!
হার্ডওয়ারে গোলমাল, খাবে হার্ট ধরা!
-*-
১৮১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন