অতএব প্রিয়তম আরেকবার ধন্যবাদ।
যে দূরভিসন্ধি ছিল আমার তোমার কাছ থেকে
কিঞ্চিৎ প্রণয় লাভের তাও হল দূরীভূত আরেকবার।
আরেকবার ওই চোখে যার মাঝে কস্মিনকালেও ছিল না প্রেম,
ছিল না দয়া, করুণা, ধৃতি ও নির্দোষীকে দিতে ক্ষমা-
সামান্য অনুগ্রহ, আমি আরেকবার তাতে বিমোহিত হলাম!
এই সমগ্র সম্মোহণ স্বশরীরে স্বর্গারোহণের মত সুখকল্প অতিশয়
সকল স্বাভিমান যাতে দ্রবীভূত হয়, আমি তাতে দ্রবিত ছিলাম
তোমার অতুলতার মহিমা বিলাপ গেয়ে কয়েক লক্ষবার, আয়ুক্ষয়-
মনে হত প্রতিক্ষণে আমি একবার নতুন জন্ম পাই, আমি জন্মাই!
বারেবারে মৃত্যুকে ডেকে দেখেছি সে কেমন নিষ্ঠুর!
কেমন দম্ভদর্পে ভরা সচল ব্রহ্মাণ্ডগ্রাসী দোর্দণ্ড আঁধার!
আমি কেঁদে কেঁদে রাত্রিদিন সৃষ্টির প্রথম জলোচ্ছাসের মত
ডেকেছি
দেখেছি সে কেমন নীরব, কেমন মুখাপেক্ষাহীন, সকল বাধার
মুখে নিরুত্তর অথচ ধ্বংসের ধ্বজাবাহী অন্তিমে তার বিনম্র
বিজয়;
আমি আমার ভেতরে একদিন কত তাকে এঁকেছি, কত শব্দ অপচয়
তার জন্য হয়ে গেছে কবিতার পাতায় পাতায়!
সে আর তোমার মাঝে খুব বেশী মিল
দুজনই অন্ধকার, দুজনই কুটিল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন