প্রাক-পৃথিবীর বুকে হঠাৎ পতিত শুণ্য হতে
মহাসাগরে, এনেছিলাম বিপুল জলোচ্ছাস,
ভূকম্পে ফুঁপিয়ে কেঁদেছিল নবীন অগ্নিগরি,
অরণ্য প্রান্তরে- বিলুপ্ত হয়েছিল বিকট প্রাণীর
পদছাপ, মুছে গেল ডাইনোসরগোষ্ঠী, প্রাচীন
তরুর মঞ্জুরি ধুলোয় আস্তরিত, বিবর্ণ ইতিহাস
শঙ্কিত ফসিলে ও অনুমানে, কার্বন ডেটিংএ
নির্ভুল সময়ের মান, এনেছিলাম বিরল দীর্ঘশ্বাস
মহাকর্ষ ভেঙে আচমকা একদিন পূর্বাভাসহীন
অভিমান, দম্ভ নিয়ে সাতখন্ড করে দিতে মহীন্দ্রের
ভূমি, আমি বিনা ক্লেশে হয়েছি উন্মাদ, উদগ্র
উড়ন্ত অভিশাপ বয়ে এনেছিলাম উল্কা হয়ে
পিন্ডবৎ প্রাণশূন্য বেশে যেন, প্রাণঘাতী ঘায়ে,
সেদিনও রৌদ্র ছিল, ছিল প্রখর দগ্ধ দিন।
এখন আমি বিস্মিত, নগ্ন, নিথর, বিস্মৃত
অতীতে আছি শাপমোচনের আশে শবরীর দেশে,
পুরাতন ধরণীর তপভ্রষ্ট সাধন কুটিরে, দৃষ্টি ক্ষীণ,
আক্ষেপ ও অপেক্ষা নিয়ে অনন্ত পথের পাশে
মানুষের স্পর্শ চেয়ে পাথরের বেঁচে থাকা, প্রবল-
প্রবঞ্চনা, মেনে নেয়া ধীরে ধীরে প্রকৃতির পাপে,
মানুষও পাথর আজ, হৃদয়পিন্ড তার পাথরে বিলীন!
১৫৮১৫
মহাসাগরে, এনেছিলাম বিপুল জলোচ্ছাস,
ভূকম্পে ফুঁপিয়ে কেঁদেছিল নবীন অগ্নিগরি,
অরণ্য প্রান্তরে- বিলুপ্ত হয়েছিল বিকট প্রাণীর
পদছাপ, মুছে গেল ডাইনোসরগোষ্ঠী, প্রাচীন
তরুর মঞ্জুরি ধুলোয় আস্তরিত, বিবর্ণ ইতিহাস
শঙ্কিত ফসিলে ও অনুমানে, কার্বন ডেটিংএ
নির্ভুল সময়ের মান, এনেছিলাম বিরল দীর্ঘশ্বাস
মহাকর্ষ ভেঙে আচমকা একদিন পূর্বাভাসহীন
অভিমান, দম্ভ নিয়ে সাতখন্ড করে দিতে মহীন্দ্রের
ভূমি, আমি বিনা ক্লেশে হয়েছি উন্মাদ, উদগ্র
উড়ন্ত অভিশাপ বয়ে এনেছিলাম উল্কা হয়ে
পিন্ডবৎ প্রাণশূন্য বেশে যেন, প্রাণঘাতী ঘায়ে,
সেদিনও রৌদ্র ছিল, ছিল প্রখর দগ্ধ দিন।
এখন আমি বিস্মিত, নগ্ন, নিথর, বিস্মৃত
অতীতে আছি শাপমোচনের আশে শবরীর দেশে,
পুরাতন ধরণীর তপভ্রষ্ট সাধন কুটিরে, দৃষ্টি ক্ষীণ,
আক্ষেপ ও অপেক্ষা নিয়ে অনন্ত পথের পাশে
মানুষের স্পর্শ চেয়ে পাথরের বেঁচে থাকা, প্রবল-
প্রবঞ্চনা, মেনে নেয়া ধীরে ধীরে প্রকৃতির পাপে,
মানুষও পাথর আজ, হৃদয়পিন্ড তার পাথরে বিলীন!
১৫৮১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন