বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

কুহক

কিসের কুহকে ভুলি মনরে ভুলিয়া গেলি 
আপনার প্রাণনিধি, জীবনের ধনে? 
কাহার ছলনাবলে জ্বলিয়া এ প্রেমানলে 
বিনিদ্র নিশি যায় কাঁদি প্রতিক্ষণে? 
অতল দুখের আশে কে বা কারে ভালবাসে 
এহেন প্রেমের রীতি কে শিখালো তোরে? 
আপনা অনলে ফেলি, হৃদয়ে দুপায়ে দলি 
সুখহাসি মুখে আনি ভুলাইবি কারে? 
মিছামিছি অভিমানে অযথা সঁপিলি প্রাণে 
দয়িতার কর ত্যাজি দানব-দমনে! 
এ রণে না পাবি জয়, তিলে তিলে হবি ক্ষয় 
তীরবিদ্ধ বিহগসম বিভোল রোদনে।

৩১৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...