বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

কুহক

কিসের কুহকে ভুলি মনরে ভুলিয়া গেলি 
আপনার প্রাণনিধি, জীবনের ধনে? 
কাহার ছলনাবলে জ্বলিয়া এ প্রেমানলে 
বিনিদ্র নিশি যায় কাঁদি প্রতিক্ষণে? 
অতল দুখের আশে কে বা কারে ভালবাসে 
এহেন প্রেমের রীতি কে শিখালো তোরে? 
আপনা অনলে ফেলি, হৃদয়ে দুপায়ে দলি 
সুখহাসি মুখে আনি ভুলাইবি কারে? 
মিছামিছি অভিমানে অযথা সঁপিলি প্রাণে 
দয়িতার কর ত্যাজি দানব-দমনে! 
এ রণে না পাবি জয়, তিলে তিলে হবি ক্ষয় 
তীরবিদ্ধ বিহগসম বিভোল রোদনে।

৩১৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...