বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

রাতজাগা রাগ (কার্টাল সনেট)

রাতজাগা রাগ ঘুমায় এখন ভোরে
তানপুরা আছে শুয়ে, নির্মোহ নির্বাক।
সুরের গন্ধে খোলা আছে দুটো জানালা
শিউলি মানিনী গান শেষে গেছে স্নানে।
রূপের প্রদীপ রাতভর পুরে খাক,
ভোরবেলা নির্লজ্জ - অশ্লীল, বুকখোলা!

তবুও আঁধার রোজ রাতে তাকে টানে,
গোপন অনঙ্গ চুপিসারে দেয় দোলা।
লোকলাজ - যতটুকু আছে তাও যাক,
হৃদয়ের কথা কতটুকু লোকে জানে?
কতটুকু যায় বলা?
-----------------------
Curtal Sonnet.
Rhyme - ABCDBC DCBDC

১৭-৬-১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...