রাতজাগা রাগ ঘুমায় এখন ভোরে
তানপুরা আছে শুয়ে, নির্মোহ নির্বাক।
সুরের গন্ধে খোলা আছে দুটো জানালা
শিউলি মানিনী গান শেষে গেছে স্নানে।
রূপের প্রদীপ রাতভর পুরে খাক,
ভোরবেলা নির্লজ্জ - অশ্লীল, বুকখোলা!
তবুও আঁধার রোজ রাতে তাকে টানে,
গোপন অনঙ্গ চুপিসারে দেয় দোলা।
লোকলাজ - যতটুকু আছে তাও যাক,
হৃদয়ের কথা কতটুকু লোকে জানে?
কতটুকু যায় বলা?
-----------------------
Curtal Sonnet.
Rhyme - ABCDBC DCBDC
১৭-৬-১৫
তানপুরা আছে শুয়ে, নির্মোহ নির্বাক।
সুরের গন্ধে খোলা আছে দুটো জানালা
শিউলি মানিনী গান শেষে গেছে স্নানে।
রূপের প্রদীপ রাতভর পুরে খাক,
ভোরবেলা নির্লজ্জ - অশ্লীল, বুকখোলা!
তবুও আঁধার রোজ রাতে তাকে টানে,
গোপন অনঙ্গ চুপিসারে দেয় দোলা।
লোকলাজ - যতটুকু আছে তাও যাক,
হৃদয়ের কথা কতটুকু লোকে জানে?
কতটুকু যায় বলা?
-----------------------
Curtal Sonnet.
Rhyme - ABCDBC DCBDC
১৭-৬-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন