ওই দেখো জ্বলে পিণাকী-জোনাকী!
ছেলেবেটি পোকা, উহারে চেনো কি?
ফেশবুকে যিনি কতকিছু লিখে করিছে দেশোদ্ধার,
বিদেশী বিষয়ে আছে নানা জ্ঞান, দারুণ অন্ধকার-
আজ সারা দুনিয়ায় তাই তিনি দেন আলো
আমরা বাঙাল বুঝিনা কিছুই সাদাকে ভাবছি কালো!
তাই তিনি এসে বোঝান আবেগে ইতিহাস তাঁর রচনা
অবুঝেরা তাঁকে ছাগু বলে ডাকে, অবুঝেরা কেন বোঝে না?
ছেলেবেটি পোকা, উহারে চেনো কি?
ফেশবুকে যিনি কতকিছু লিখে করিছে দেশোদ্ধার,
বিদেশী বিষয়ে আছে নানা জ্ঞান, দারুণ অন্ধকার-
আজ সারা দুনিয়ায় তাই তিনি দেন আলো
আমরা বাঙাল বুঝিনা কিছুই সাদাকে ভাবছি কালো!
তাই তিনি এসে বোঝান আবেগে ইতিহাস তাঁর রচনা
অবুঝেরা তাঁকে ছাগু বলে ডাকে, অবুঝেরা কেন বোঝে না?
সারা দুনিয়ার ইতিহাস-গাথা সব আছে তাঁর জানা
কে ছিল কখন কার নাতি-পুতি, কে ছিল কাদের নানা!
সব জানে তাই কত ইতিহাস গল্প বানিয়ে ছাড়ে
দিনে দিনে তাঁর ফেশবুক লাইক ধড়ফড় করে বাড়ে!
নিন্দুকে তারে সইতে পারে না গালাগাল দেয় সারাদিন
তিনিও থাকেন লেজ নিচু করে, যদিও নাড়েন শিঙ!
ওই শিঙ দেখে ভেবো না বন্ধু, তিনি পাজি-নচ্ছাড়!
নম্র অনেক জানোয়ার আছে- জানতে জানতে জানোয়ার!
মিহি কথা বলে মানুষে মানুষে রক্তখেলার ডাক-
এরা দিতে জানে, খুব ভাল জানে কোথা ভোমরার চাক,
সেখানেই মারে ঢিল;
বাঙালীও আছে বাঙালীর মত
কান নিয়ে যায় চিল!
কে ছিল কখন কার নাতি-পুতি, কে ছিল কাদের নানা!
সব জানে তাই কত ইতিহাস গল্প বানিয়ে ছাড়ে
দিনে দিনে তাঁর ফেশবুক লাইক ধড়ফড় করে বাড়ে!
নিন্দুকে তারে সইতে পারে না গালাগাল দেয় সারাদিন
তিনিও থাকেন লেজ নিচু করে, যদিও নাড়েন শিঙ!
ওই শিঙ দেখে ভেবো না বন্ধু, তিনি পাজি-নচ্ছাড়!
নম্র অনেক জানোয়ার আছে- জানতে জানতে জানোয়ার!
মিহি কথা বলে মানুষে মানুষে রক্তখেলার ডাক-
এরা দিতে জানে, খুব ভাল জানে কোথা ভোমরার চাক,
সেখানেই মারে ঢিল;
বাঙালীও আছে বাঙালীর মত
কান নিয়ে যায় চিল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন