বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

দু'দণ্ড বেদনা দাও

দু'দণ্ড বেদনা দাও নয়ত আমি কি নিয়ে থাকব? 
কি নিয়ে কি লিখব? কি করে স্বস্তি পাব নেশার দ্রব্য ছাড়া? 
দু'দণ্ড আঘাত দাও, তৃপ্ত হই। 
নয়তো সারারাত কি করে থাকব অভুক্ত হয়ে নিদ্রাহারা- 
কোথায় ঘুমাব? ঘুম কি আসবে? স্বপ্ন আসবে শুধু 
পিঠের নিচে ধু-ধু মাঠ, তপ্ত হাহাকার থাকবে 
সর্বত্র বর্ষার দিনে, থাকবে আগুনের ধারা 
ধার করা প্রেমের মিলনকার্যে; 
আর আমিও থাকব তোমার বাহুডোরে 
সুতীক্ষ্ণ অনীহার মাঝে! 
তুমি দু'দণ্ড লাঞ্ছনা দাও নয়ত আমি লজ্জায় মচকে যাব 
পুরনো চালাবাড়ির জীর্ণ টিনের মত ত্যাজ্য উঠোনে। 
মৌন থাকার চেয়ে ভাল আরো কিছু আছে 
আমাকে দগ্ধ করার বিরহের দিনে 
সেসব তোমার অজানা কিছুতো নয়!

১২৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...