এই আমি কোন এক অমীমাংসীত বিবাদের ফসল যেন,
তাই আমি বাদানুবাদে উভয়পক্ষে ব্রাত্য, উভয়পক্ষে বর্জিত।
আমি ব্রাত্য জীবন ও মৃত্যুতে, আমি চির উপেক্ষার ভ্রূভঙ্গ
বর্তমানের কাছে। আমি ছিলাম অতীতে রক্তক্ষরণের হেতু
আর ভবিষ্যতের কাছে আমি প্রশ্নাতীত ভাবে শুধুই অসত্য-
ছায়াহীন প্রেতশরীর; অচতুর চতুরঙ্গ- খেলায় খুইয়েছি প্রাণ।
অতএব এখন আমি অশৌচ অশুভ পিপাসা, উদোল গ্রীষ্মঋতু,
খরাক্লিষ্ট নদীর বুকে ত্যাক্ত সাম্পান- কত অপেক্ষায় আছি,
বহুকাল আমি আর ভিজতে পারিনি, ভিজিনি মানুষের মত!
এখনো আমার অনেক কাঁদতে ইচ্ছে করে কখনো কখনো,
যখন আকাশের ক্ষুদ্রতায় আর কোন বেদনা দেখি না আমি,
তখন আবার গুটিয়ে নিই নিজেকে নিজের খোলসের আস্তরণে।
আমি ওখানেই ভাল থাকি, একদম আমার মতন, অলস-তামস,
নিষ্প্রভ, নিরুদ্বিগ্নমনা, চতুর্দিকে উৎকর্ষহীন, নানা উল্লাসের দিনে-
আমি ঘুমাতে পারি- একখণ্ড প্রকাণ্ড পাথর- আমি এভাবেই খুশী!
আমি এভাবে অনেক প্রগলভতার বুদুবুদ থেকে উদগত পঙক্তিমালা,
আমাকে সুরে বেঁধো না, গলায় তুলো না, আমাকে মুক্ত করো,
আমি আমৃত্যু অসহ্য গরল-অনল-জ্বালা, কটাক্ষে সংক্রমিত হই!
অতএব পরিত্যাজ্য হতেই পারি অনায়াসে, বিনা ক্লেশে; নির্দোষী-
কি, কি দোষে দোষী সে বিচার হোক না হোক, আমি সব সই!
আমি অমীমাংসার ফল, কবে থেকে বেঁচে আছি বলতে পারি না।
আমারও যে সাধ হয় মরে যাই একবার, যদি পারো আমি-হীনা
কুসুমিতা তুমি ভাল থেকো......
জানি পারবে না...... তাই আজও রাত জেগে আছি।
তাই আমি বাদানুবাদে উভয়পক্ষে ব্রাত্য, উভয়পক্ষে বর্জিত।
আমি ব্রাত্য জীবন ও মৃত্যুতে, আমি চির উপেক্ষার ভ্রূভঙ্গ
বর্তমানের কাছে। আমি ছিলাম অতীতে রক্তক্ষরণের হেতু
আর ভবিষ্যতের কাছে আমি প্রশ্নাতীত ভাবে শুধুই অসত্য-
ছায়াহীন প্রেতশরীর; অচতুর চতুরঙ্গ- খেলায় খুইয়েছি প্রাণ।
অতএব এখন আমি অশৌচ অশুভ পিপাসা, উদোল গ্রীষ্মঋতু,
খরাক্লিষ্ট নদীর বুকে ত্যাক্ত সাম্পান- কত অপেক্ষায় আছি,
বহুকাল আমি আর ভিজতে পারিনি, ভিজিনি মানুষের মত!
এখনো আমার অনেক কাঁদতে ইচ্ছে করে কখনো কখনো,
যখন আকাশের ক্ষুদ্রতায় আর কোন বেদনা দেখি না আমি,
তখন আবার গুটিয়ে নিই নিজেকে নিজের খোলসের আস্তরণে।
আমি ওখানেই ভাল থাকি, একদম আমার মতন, অলস-তামস,
নিষ্প্রভ, নিরুদ্বিগ্নমনা, চতুর্দিকে উৎকর্ষহীন, নানা উল্লাসের দিনে-
আমি ঘুমাতে পারি- একখণ্ড প্রকাণ্ড পাথর- আমি এভাবেই খুশী!
আমি এভাবে অনেক প্রগলভতার বুদুবুদ থেকে উদগত পঙক্তিমালা,
আমাকে সুরে বেঁধো না, গলায় তুলো না, আমাকে মুক্ত করো,
আমি আমৃত্যু অসহ্য গরল-অনল-জ্বালা, কটাক্ষে সংক্রমিত হই!
অতএব পরিত্যাজ্য হতেই পারি অনায়াসে, বিনা ক্লেশে; নির্দোষী-
কি, কি দোষে দোষী সে বিচার হোক না হোক, আমি সব সই!
আমি অমীমাংসার ফল, কবে থেকে বেঁচে আছি বলতে পারি না।
আমারও যে সাধ হয় মরে যাই একবার, যদি পারো আমি-হীনা
কুসুমিতা তুমি ভাল থেকো......
জানি পারবে না...... তাই আজও রাত জেগে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন