বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

শ্রীমতির বিলাপ (২)

অবেলায় আসি প্রাণের বঁধুয়া কুঞ্জে বাজালে বাঁশি 
প্রেমের তরণী ঘাটে ভিড়িলনা বিরহ সাগরে ভাসি। 
দুরের আকাশে বিহগেরা ধায় বিধুর গোধূলি আসে 
তোমার বাঁশীতে বিহগড়া কাঁদে আমি কাঁদি পরবাসে। 
গতজনমের আকুল পিয়াস মরে নাই আজো প্রিয় 
ব্রজের কুঞ্জ আজো ভাঙে নাই আবাহন তুমি দিও। 
আমি পিপাসিনী জনম জনম গলেতে বাঁধিনু ফাঁসি 
শ্যামরায় তুমি সুখে থেকো প্রিয়, মুখে রেখো মধুহাসি। 

১১৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...