বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

দেবযানীর প্রতি

প্রশ্ন কোরো না, 
বরং মূর্খ ও অবনত মস্তক হও চিরকাল 
আমার পায়ের কাছে। আছে যুগলবন্দী শেকল ও শেকড়ের 
দ্বৈত সংঘাত, অধিকতর কালো রাত ভবিষ্যতের পথে 
অগ্রসরমান তাদের ঐকতানে। বিনিদ্র পোকামাকড়ের 
উদ্বিগ্ন সংকেত শুনেও না শুনে তুমি সাহসের রথে 
সারথি হয়ে চলে এস আমার মৃত্যুকূপে 
আমি প্রতীক্ষায় আছি প্রথম নক্ষত্রের 
জন্মক্ষণ থেকে অধীর হয়ে! 
এসব নিয়ে প্রশ্ন কোরো না, 
বরং মুগ্ধ হও আমার স্বৈরাচারে, দুর্বোধ্য কবিতার স্তূপে 
গুঁজে রাখো দাসত্বের স্তবমালা। প্রকম্পিত ভয়ে 
বারবার কর আমাকে চুম্বন আমার কদর্য রূপে, 
আর ঘোষণা কর আমি কন্দর্পসমান, কবিত্বে কচের মত 
আর তুমি দেবযানী; 
শর্মিষ্ঠার কথা আমি ভুলেও ভাবিনি!

১৫৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...