বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

বিষের বাসনা

এখনো ইচ্ছে করে সব ছেড়ে চলে যাই 
যা কিছু আমার নয় সব কিছু আঁকড়ে ধরে 
নিজেকে বাঁচানো চরম ব্যার্থ এক মিথ্যে জীবন জুড়ে 
প্রাপ্তিযোগ্য সব প্রেম প্রহসন ছিঁড়ে খাক দুষিত হৃদয়, 
আছে এইটুক ভয়। 
এইটুকু ভয় আমি আজও যেন প্রতিরাতে পাই! 
এখনো প্রবল ইচ্ছে জাগে আমি ছুটে যাই 
যেদিকে দুচোখ যায়, আঁধার কিম্বা আলোয়, 
মন্দ অথবা কিছুটা ভালোয় মিলিয়ে যাই স্বাধীন ছন্দে। 
ঈশ্বরের দয়া বা দন্ডে অবজ্ঞার অংক কষে হিসেব মেলাই 
যা কিছু হয়েছে সব আমারই দোষে আর আমি গান গাই 
নিডর পরাণ নিয়ে বিষের গন্ধে! 
যখন তৃষ্ণা জাগে শরীর ধর্মে, জল ও বিষের দ্বন্দ্বে 
আমি বিষটুকু খাই!

২-৭-১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...