বাড়িতে গরজে বউ, মনে দুরাশা
কোথা যাই জানা নাই, নাই ভরসা!
রাশি রাশি ভারা ভারা
গালাগালে মুখ ভরা
জিভ তার ক্ষুরধার, মুখ ফরসা।
বাড়িতে উঠেছে ঝড়, ঘোর বরষা!
একখানি ছোট ঘর আমি একেলা
রাস্তায় কাদাজল করিছে খেলা।
এ জীবনে দেখি সখা
বানিয়ে আলুর চখা
গিন্নি আমাকে খাবে রোজ দু'বেলা,
রাস্তায় কাদাজল করিছে খেলা।
দানবদলনী বেশে কে আসে এ ঘরে?
দেখে যেন মনে হয় চিনিতাম তারে!
দু'চোখে অনল ধায়
ভয়ে মোর প্রাণ যায়
আমি বড় অসহায়
যাই বুঝি মরে
দেখে যেন মনে হয় চিনিতাম তারে!
ওগো আর চেঁচিয়ো না, কথা বল হেসে
একটু আমার পাশে বসো না গো এসে।
যেও যেথা যেতে চাও
আমার মাথাটা খাও
দুটো কথা বলে যাও
ক্ষণিক হেসে,
আমার সোনার বউ এসো না গো পাশে।
যত চাও তত নাও ব্যাংক খালি করে
আরো আছে? আর নাই সব দিয়াছি তোমারে।
এতকাল এ কপালে
কতটা শান্তি দিলে
সকল হিসাব ভুলে
দিয়াছি যারে,
সে-ই আজ এ কপালে রোজ ঝাঁটা ঝাড়ে!
ভাষা নাই, ভাষা নাই; ব্যথা বুকে ভরি
আমার বারোটা বাজে- তুমি সুখে আছ নারী!
শ্রাবণগগন ঘিরে
সাদা বক ঘুরে ফিরে
আমি অসহায় ঘরে
একা কেঁদে মরি
এই বার ক্ষমা কর, দুটি পায়ে পড়ি!
১৯৭১৫
কোথা যাই জানা নাই, নাই ভরসা!
রাশি রাশি ভারা ভারা
গালাগালে মুখ ভরা
জিভ তার ক্ষুরধার, মুখ ফরসা।
বাড়িতে উঠেছে ঝড়, ঘোর বরষা!
একখানি ছোট ঘর আমি একেলা
রাস্তায় কাদাজল করিছে খেলা।
এ জীবনে দেখি সখা
বানিয়ে আলুর চখা
গিন্নি আমাকে খাবে রোজ দু'বেলা,
রাস্তায় কাদাজল করিছে খেলা।
দানবদলনী বেশে কে আসে এ ঘরে?
দেখে যেন মনে হয় চিনিতাম তারে!
দু'চোখে অনল ধায়
ভয়ে মোর প্রাণ যায়
আমি বড় অসহায়
যাই বুঝি মরে
দেখে যেন মনে হয় চিনিতাম তারে!
ওগো আর চেঁচিয়ো না, কথা বল হেসে
একটু আমার পাশে বসো না গো এসে।
যেও যেথা যেতে চাও
আমার মাথাটা খাও
দুটো কথা বলে যাও
ক্ষণিক হেসে,
আমার সোনার বউ এসো না গো পাশে।
যত চাও তত নাও ব্যাংক খালি করে
আরো আছে? আর নাই সব দিয়াছি তোমারে।
এতকাল এ কপালে
কতটা শান্তি দিলে
সকল হিসাব ভুলে
দিয়াছি যারে,
সে-ই আজ এ কপালে রোজ ঝাঁটা ঝাড়ে!
ভাষা নাই, ভাষা নাই; ব্যথা বুকে ভরি
আমার বারোটা বাজে- তুমি সুখে আছ নারী!
শ্রাবণগগন ঘিরে
সাদা বক ঘুরে ফিরে
আমি অসহায় ঘরে
একা কেঁদে মরি
এই বার ক্ষমা কর, দুটি পায়ে পড়ি!
১৯৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন